Headmaster

প্রধান শিক্ষকের বাণী


দেশ, জাতি জনগণের মান উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শিক্ষার প্রসার। শিক্ষার মান উন্নয়ন আধুনিকায়ন ব্যতিরেকে জাতির অগ্রগতি আদৌ সম্ভব নয়। যুগ যুগ ধরে হিতৈষী ব্যক্তিবর্গের নিরলস প্রচেষ্টায় দেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং কালের চাহিদায় যার উত্তোরাত্তর প্রসার ঘটেছে। অনুরূপভাবে ০১.০১.১৯৭১ সালে এক শুভক্ষণে চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছিল আজকের সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়টি। আমি প্রধান শিক্ষক হিসেবে বিগত ০১ অক্টোবর ২০১৩ খ্রিঃ তারিখে অত্র প্রতিষ্ঠানে যোগদান করি। বিদ্যালয়টি নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠা কালিন সময়ে বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কালের চাহিদা ২০০৬ সালে অত্র বিদ্যালয়ে সহ-শিক্ষা চালু হয়েছিল। বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় অত্র বিদ্যালয়ে ডায়নামিক ওয়েবসাইট চালু করা হয়েছে। ফলে শিক্ষার্থী বিজ্ঞান মনষ্ক হিসেবে গড়ে তুলতে ডায়নামিক ওয়েবসাইট সঠিক দিক নির্দেশনা দেবে বলে আমার বিশ্বাস। বিদ্যালয়ের জে.এস.সি এস.এস.সি পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। পরিশেষে ওয়েবসাইটটি চালু করতে যারা যুক্ত এবং যাদের মেধা শ্রমে এটি চালু হচ্ছে তাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন

দীপক চন্দ্র চৌধুরী

প্রধান শিক্ষক

সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়