Chairman

সভাপতি/চেয়ারম্যানের বাণী


সর্বজন স্বীকৃত শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মৌলিক অধিকার। সমাজের দর্পন স্বরূপ। বিশ্বায়নের যুগে জীবন অত্যন্ত প্রতিযোগিতা ময় সংগ্রামমূখর। একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিক্ষা তথা শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। একটি জাতির উন্নয়ন প্রগতির মূল সূচক মানব সম্পদ। শিক্ষা মানব সম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষা বিহীন কোন জাতির উন্নতি সম্ভব নয়। গতানুগতিক ধারায় শিক্ষা মানব সম্পদ উন্নয়ন তথা দেশ জাতিকে পরিপূর্ণ উন্নত জাতিতে পরিনত করা সম্ভব নয়। তাই শিক্ষাকে যুগপোযোগি করতে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতির বিকল্প নেই। বর্তমান সরকারের তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডায়নামিক ওয়েবসাইট খোলাকে আমি স্বাগত জানাই। অত্র বিদ্যালয়ও ডায়নামিক ওয়েবসাইট চালু করতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। আমার দৃঢ় বিশ্বাস এই ওয়েবসাইট সরকারের উধ্বতম শিক্ষা বিভাগের সাথে বিদ্যালয়ের একটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে। এতে ছাত্র-শিক্ষক ম্যানেজিং কমিটি অভিভাবকসহ সকলেই আশানুরূপ সুফল লাভ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে এই ওয়েবসাইট এর কার্যক্রম সার্বিক সফলতাও শুভ কামনা করছি

                                                        আনন্দ মোহন চৌধুরী

                                                               সভাপতি

                                                     বিদ্যালয় পরিচালনা কমিটি

                                                  সিংহরা রামকামাই উচ্চ বিদ্যালয়