Welcome To SINGHORA RAM KANAI HIGH SCHOOL





তিহাস



চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামটি অবস্থিত। তখনকার সময় নারী শিক্ষা প্রসারের কথা চিন্তা করে বাবু যতীন্দ্র মোহন দাশ (মিষ্টি যতীন) জনাব আলী মিয়া চৌধুরীর উদ্যোগের সিংহরা গ্রামে একটি বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপনের জন্য স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গের নিকট প্রস্তাব পেশ করেন। পরে বাবু যতীন্দ্র মোহন দাশ (মাস্টার), বাবু জগন্নাথ চৌধুরী, বাবু ডাঃ যোগেশ মল্লিক, বাবু শচীন্দ্র নাথ ভট্টাচার্য্য, বাবু বীরেন্দ্র দেব নাথ (মাস্টার), বাবু যতীন্দ মোহন দাশ (মাস্টার), বাবু মনোমোহন দেবনাথ (মাস্টার), জনাব মজলিশ খাঁন, জনাব আবু ছৈয়দ, বাবু গৌরাঙ্গ মোহন চন্দ্র, বাবু দেবেন্দ্র মোহন চন্দ্র এবং বাবু রাম গোবিন্দ চন্দ্র- এদের সম্মিলিত প্রচেষ্টায় ১৯৭১ খ্রিষ্টাব্দে ১ম জানুয়ারী সিংহরা বালিকা উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়টি প্রথমে স্থানীয় পুকুর পাড়ে স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৭২ খ্রিষ্টাব্দে তৎকালিন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আলী মিয়া চৌধুরী, বাবু দেবেন্দ্র মোহন চন্দ বাবু রাম গোবিন্দ চন্দকে বিদ্যালয়ের নামে নগদ অর্থ ভূমি দান করার প্রস্তাব করেন। বাবু দেবেন্দ্র মোহন চন্দ রাম গোবিন্দ চন্দ উক্ত প্রস্তাব গ্রহণ করেন এবং তাঁদের পিতার নামে অর্থাৎ রামকানাই এর নামে বিদ্যালয়ের নাম করণ করার জন্য প্রস্তাব দেন। তৎকালিন সময়ে সর্ব সম্মতভাবে বিদ্যালয়ের নামকরণ করা হয়। সিংহরা রামকানাই বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের জায়গা সংকুলান না হওয়ায় স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি জনাব মজলিশ খাঁন আঞ্জুমিয়া .০৩ শতক মি বিদ্যালয়ের নামে দান করেন। বিদ্যালয়টির ১ম সভাপতি জনাব আলী মিয়া চৌধুরী সম্পাদক বাবু মনোমোহন দেবনাথ এর যোগ্য নেতৃত্বে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছিল। বিদ্যালয় সুপ্রতিষ্ঠিত হয়ে যাঁরা সার্বিকভাবে অবদান রেখেছেন তাঁরা হলেন বাবু পরিমল বিকাশ চৌধুরী, মুকত্ িযোদ্ধা জনাব নূরুলহক চৌধুরী, বাবু শান্তিপদ মল্লিক, জনাব আব্দুল মাবুদ চৌধুরী, জনাব ইউছুফ চৌধুরী, জনাব আখতারুজ্জামান চৌধুরী (জাতীয় সাংসদ), জনাব নুরুল ইসলাম (সাবেক মন্ত্রী) বাবু বিশে^^ গুপ্ত (আরামিট লিমিটেড), বাবু মিলন মল্লিক, বাবু রবীন্দ্র চৌধুরী, সর্ব জনাব মোজাফফর আহম্মদ চৌধুরী, শফিউর রহমান, মাহবুব ছফা চৌধুরী, বাবু হরেকৃষ্ণ দত্ত, বাবু অশি^নী চৌধুরী, বাবু রণজিত বিশ^াস সহ আরও অনেকে। খেলার মাঠ খেলাধুলার উপযোগি করে তোলার জন্য মাটি দিয়ে মাঠ ভরাট করার জন্য সমস্ত মাটি বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি বাবু আনন্দ মোহন চৌধুরী তাঁর নিজ জমি হতে দান করেন। কালের চাহিদায় সিংহরা রামকানাই বালিকা উচ্চ বিদ্যালয়টি কো-এডুকেশন করার প্রয়োজনীয়তা অনুভব করেন। ফলে তৎকালিন সভাপতি বাবু দেবুপ্রসাদ বোস, সহ-সভাপতি জনাব মোতাহের হোসেন প্রধান শিক্ষক বাবু প্রকৃতি রঞ্জন দত্তের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০৬ সালে তৎকালিন জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ¦ সরওয়ার জামান নিজাম এর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি সহ-শিক্ষা (কো-এডুকেশন) হিসেবে চালু হয়। বিদ্যালয়ের অবকাঠানো খুবই দূর্বল ছিল। শিক্ষার্থীদের বসার কোন সুযোগ সুবিধা ছিল না। আমাদের পাশ^বর্তী বন্ধু প্রতীমদেশ ভারত কর্তৃক আর্থিক সহায়তায় একটি চারতলা ভবণ নির্মিত হয় ২০১৮ সালে এবং ২০২১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চারতলা ভবণ নির্মাণ করেন। ফলে বর্তমানে কোন অবকাঠামোর সমস্যা নেই। বর্তমানে সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়টি সুনামে সহিত চলছে

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Pariatur, magnam dolore tempore.

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Pariatur, magnam dolore tempore.